সমস্ত রাতের কাছে
এযাবৎকাল
যতো লালা, লোভ, রস
গচ্ছিত আছে, -


সমস্ত দিনের কাছে
এতো দিন ধরে
যতো কাঠ কাঠ হাসি,
মায়াকান্না সব,-


ছেড়ে ছুড়ে ইচ্ছে করে সাগরের কাছে,
সাগরের কাছে আর বাতাসের কাছে,
বাতাসের কাছে, মেঘ-পাহাড়ের কাছে,
নির্জনতার কাছে লীন হয়ে যাই।
                       (০৯/০৪/১৯৮৮)