গোলাপি ঠোঁটের কোণে
যে কথা উহ্য ছিল,
মায়াবী নয়নতারায়
সে কথাগুচ্ছ ছিল-


স্পষ্ট বার্তা নিয়ে
সে জনের প্রতীক্ষাতে।
কোনো এক বাদল দিনে,
কোনো এক জ্যোৎস্না রাতে।


কোনো এক পাহাড় চুড়োয়,
কোনো এক সাগর স্নানে।
কোনো এক সূর্যোদয়ে,
কোনো এক ফাগুন গানে।


বার্তা পেলো কি সে,
কি লেখা নয়নতারায়?
ছেলেটি ব্যস্ত তখন,
বইছে অন্য ধারায়।


সে তখন মত্ত ভীষণ
মিছিলে আর স্লোগানে।
বোঝে নি নয়নতারায়
কেন যে ঝিলিক হানে।


তারপর অনেক পরে,
সব কিছু শান্ত যখন।
মিছিলও পথ হারালো,
স্লোগানও ভ্রান্ত যখন।


হঠাৎ এক মায়া নিশায়
ছেলেটির পড়লো মনে,-
কি যেন উহ্য ছিল
গোলাপি ঠোঁটের কোণে!


কি ভীষণ ভুল করেছে,
এমনি ভাবনা তাড়ায়।
খোঁজে সে পিছু পানে
মায়াবী নয়নতারায়।


কিন্তু শেষ যে তখন
পথ চাওয়া প্রতীক্ষারও।
মায়াবী চোখে তখন
ছবি যে অন্য কারো।


তারপর আর কি হলো,
কে পেলো কার ঠিকানা?
গল্পের শেষ এখানেই,
এরপর কেউ জানে না।
        (০৫/১১/২০২০)