গাছ ভিজেছে বৃষ্টিতে, তার
গন্ধ মাখে হাওয়া।
পাতায় পাতায় ফিসফিসানি
গোপন খবর পাওয়ায়।
মেঘ সরিয়ে চাঁদের উঁকি
বনবাংলোর দাওয়ায়।


গ্রিলের জাফরি জ্যোৎস্না আঁকে
চাঁদ মাখানো ঘরে।
চাঁদের আলোয় চাঁদ ভেসে যায়,
চাঁদ ডুবে যায় জ্বরে।
চাঁদের টানে জোয়ার ডাকে
বাহিরে অন্দরে।


ভরা কোটাল বান ডেকেছে,
নদী যে কূল ছাপায়।
জংলি হাওয়ার মৌতাতে চুর
সাতটা ঘোড়া দাপায়।
মরবি নাকি নদী রে তুই
রাত্রি যদি ঝাঁপায়?
   (০২/০৬/২০২১)