স্বভাব গুণেই দাস তো সবাই
অভ্যাসেরই কিনা,
তাই তো এখন দাগ কাটে না
উপেক্ষা বা ঘৃণা।


আসলে তো সে সব ক্ষত
কাঁটায় প্রিয় ফুলের,
তাই নিয়েছে বুক পেতে দাগ
না করা সব ভুলের।


অভিমানের আবেগ ঘন
কণ্ঠে জড়ায় যতো,
খেই না মেলা জবাব শোনায়
অজুহাতের মতো।


অতি চেনা অভিযোগের
অজস্র সওয়ালে,
জবাব দেওয়ার ইচ্ছেরা তাই
মরেছে কোন কালে।


তর্ক প্রখর তুফানি ঝড়
সেও মেনেছে হার,
গেরস্থালির শান্ত পুকুর
ঢেউ ওঠে না আর।


কেবল যখন মধ্যরাতে
শান্ত নিঝুম পাড়া,
আঁধার ঘরে আয়না দেখে
ছাই হওয়া এক তারা।
     (১৭/০৭/২০২১)