বৃষ্টি যতো রৌদ্র ততোই, বাড়ছে জ্বরও;
এই শ্রাবণে সেই শ্রাবণে তুমিই ঝরো।
হাওয়ার ভেতর নৌকো অবাধ আসা যাওয়া,
জ্বরের ভেতর ঘোরের ভেতর ভূতে পাওয়া
শব্দ কিছু কাটছে আঁচড় ছায়ায় আলোয়।


বিবাগী মন, হারিয়ে যাওয়া কে আটকালো!
                               (১৯/১০/২০২২)