চাহিদার সিঁড়িপথে ক্রমাগত আরোহণে
ছুঁতে চাও যাকে;
সে সুখ অলীক পাখি, চাওয়ার বুনোট ফাঁদে
অধরাই থাকে।


সে এক সকাল ছিল স্নিগ্ধ শ্যামল ছায়ে
নিকোনো দাওয়ায়;
তুচ্ছ পাওয়াকে ঘিরে অবাক আলোর ভিড়ে
মাতন হাওয়ায়।


স্বপ্ন ছোঁওয়ার ফাঁকে সে হাওয়া ঘুর্ণিপাকে
চুড়োয় যখন;
মুছেছে মাটির ঘ্রাণ, বোঝেনি শেকড়ে টান
ফুরোয় কখন।


ক্রমাগত পেতে চাওয়া মারণ নেশার পিঠে
সময় সওয়ার;
প্রতিটি পাওয়ায় বিষ চোরকাঁটা বিঁধে থাকে
আরো না পাওয়ার।
                            (২২/০৪/২০২২)