খুঁজেছো কথার ভিড়ে,
কান পাতো যদি,
দেখবে না বলা কথা
হয়ে গেছে নদী।


কথার ফল্গু ধারা
গোপন গভীরে।
চুপকথা নিশ্চুপে,
একা হওয়া ভিড়ে।


সেইখানে, যাকে তুমি
পাথর বুঝেছো।
ফুলে ফুলে ছেয়ে আছে
যে কথা খুঁজেছো।
(১২/০৬/২০২১)