স্বপ্ন পোড়ে, পুড়তে থাকে।
আর তার পোড়া গন্ধময়
ধোঁয়া, ওপরে আকাশপথে
উঠতে থাকে, উঠতে উঠতে
কুণ্ডলী পাকায়।
স্বপ্ন পোড়ে, স্বপ্নেরাও পোড়ে।
পুড়তে পুড়তে ছাই।


আর তার ছাই আর ধোঁয়া,
উড়তে থাকে, উড়তেই থাকে।
উড়তে উড়তে একসময়
মেঘ হয়ে যায়।
যার নাম হতাশা তোমরা দিয়েছো।


যে মৃত্যু তোমরা দেখেছো,
তার ঢের আগে,
স্বপ্ন মরে, স্বপ্নেরাও মরে।
আর তারপরেও,
দিব্যি শুয়ে থাকে সাজানো চিতায়।
যার নাম জীবন তোমরা দিয়েছো।


স্বপ্ন মরে, স্বপ্ন পোড়ে।
পুড়তেই থাকে।
যে চিতা তোমরা দেখেছো
তার ঢের আগে।
(১৩/০৬/২০২১)