স্বভাবতই দুখবিলাসী মন,
একখানা মেঘ যে যার মতো পোষে।
একেকটা ঢেউ নিশ্চুপে পাড় ভাঙে,
যে যার মতো নিজস্ব আক্রোশে।


একটা আঁধার কালচে উলের গোলা,
দুখবিলাসী মন ছোঁয়া আস্কারায়।
গড়িয়ে গেলেই ছড়িয়ে যায় রাত,
নামছে আঁধার নিজস্ব সব পাড়ায়।


দুখবিলাসী মেঘের আঁধার মেখে,
ফুলেল ছোঁয়ায় মৌসুমী সব ক্ষত।
স্মৃতিপথের ধুলোয় বৃষ্টি নামে,
একলা ভেজে সবাই যে যার মতো।
                  (১২/০৭/২০২১)