এবার আনত হও, নত হও আরো,
যেমনটি তিনি চান। যতোখানি পারো,
আখরের গায়ে যতো ঝুল ধুলো বালি,
মুছে ফেলো, মেঠো ঘাম চিমনির কালি।
শুদ্ধিকরণ হোক, হও নির্বিষ।


এই তো আলোয় ফেরা, নাও উষ্ণীষ।
আলোকিত মঞ্চ নাও, নাও করতালি।
শর্ত শুধু প্রভুনাম, তাঁহার পাঁচালি
আখরের কণ্ঠে থাক, বুনো বিষ ঝাড়ো।
শর্তহীন নতজানু, নত হও আরো।


আলোক মেখেছে গায়ে, আঁধার মোছে নি।
কখন ফুরিয়ে গেছে, কবিতা বোঝে নি।
                         (২৮/০২/২০২২)