এ শহর জটপাকানো, প্যাঁচানো রাস্তাগুলোয়
জীবনের রঙ ঢেকে যায় যাপনের শ্রান্ত ধুলোয়।


ধুলোতেই সৌধ বানায়, ভাঙে আর গড়েও আবার,
ভাবে দু'চক্ষু বুজে ঘুমোলেই রাত্রি কাবার।


এ শহর ঝড়ের রাতে উজানি জ্বরের ঘোরে
হাজারো টুকরো হাওয়ায়, ঘরময় একলা ওড়ে।


রাত ভেঙে রোদের মিছিল ঢেকে যায় বিজ্ঞাপনে,
শেষকালে পথ ভুলে সেই খোঁয়াড়েই সংগোপনে।


এখানে ছুটছে সবাই অথচ ঠিক জানা নাই,
এত পথ বেদম ছুটে পৌঁছবে কোন ঠিকানায়।


এ শহর ব্যস্ত ভীষণ এ শহর মস্ত কুঁড়ে,
মুঠোতে সাতরঙা মন কোলাজে নিচ্ছে জুড়ে।
                               (২৫/০৩/২০২৩)