তুই আমাকে কানে কানে মন্ত্র দিলি।
কর্মফলের অন্ধতাকে ঘুচিয়ে দিয়ে
যন্ত্রণাকে খুঁচিয়ে দিলি।


এখন আমার চতুর্দিকে বিশাল পাহাড়,
হাজার ভুলের অযুত বাঁধার জমাট আঁধার।


এখন আমার চতুর্দিকে বিষের নদী,
ভাগ্য এবং কর্মফল ও ধর্মে মতি।


এখন আমার চতুর্দিকে হিসহিসানি,
খিদের কানে জাতীয়তাবাদ ফিসফিসানি।


হাওয়ায় নতুন শব্দ এনে ছড়িয়ে দিলি,
পায়ের নীচে ভুলের মাটি ঝরিয়ে দিলি।
বোকার মতো দাঁড়িয়ে আছি পা বাড়িয়ে,
নতুন করে কোথায় আবার নোঙর ফেলি।
বসতবাড়ি রাস্তা জমিন
এদিক ওদিক চতুর্দিকে,
এখন শুধুই চোরাবালি।
                    (১৯৮৮)