নদীটা তো একাই ছিল
একলা বুকে অজস্র ঢেউ।
একা একা কতই কথা
বলতো নদী, বুঝতে না কেউ।


বৃষ্টিগুলো ঝমঝমিয়ে
সুর তুলতো নদীর বুকে।
মেঘ কাটলে ঝিলিক তুলে
আঁকতো ছবি সূর্যালোকে।


বুক চিরে তার নৌকো নিয়ে
মাঝিরা সব আসতো যেতো।
রইতো না কেউ, একলা নদী
বুক জুড়ে তার হাজার ক্ষত।


এসব কথা জানতো কেবল
তীরঘেঁষা গাছ, ধানের ক্ষেতও।
একলা নদী সারাটি পথ
একা একাই বয়ে যেতো।
            (০৯/১০/২০২০)