আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দেশে দেশে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সশ্রদ্ধ নিবেদন ..........
          ।। একুশের নির্ঘোষে ।।
                              ডাঃ উজ্জ্বল মিশ্র
              --------------
প্রতি অক্ষরই রক্তবিন্দু, বাক্যধারাই স্নায়ু,
মাতৃভাষায় প্রতি নিশ্বাসে খুঁজে পাই প্রাণবায়ু।


বর্ণমালায় জুড়ে জুড়ে থাকা প্রাণে প্রাণে আনাগোনা,
সপ্রেমে প্রতি অক্ষরে ফুল, হতাশায় সান্ত্বনা।


যাকে ছুঁয়ে আঁকি অনায়াসে মন, জীবনামৃতবাহী,
তাকে কেড়ে নিলে স্বদেশভূমিতে ঠিক যেন পরিযায়ী।


যার স্রোতে তুমি বয়ে যেতে পারো যেন সহজিয়া নদী,
তার বাকরোধে দেশকালভেদে আয়োজন বোঝো যদি,


বোঝো যদি কেন মিছিলের ভাষা উৎপীড়কের রোষে,
তবেই তুমিও পলাশের মাসে, একুশের নির্ঘোষে।
                                        (১৯/০২/২০২৩)