সহজেই স্রোতে ভেসে যাই,
চোখ বুঁজে এড়িয়েছি লাজ।
ঢোঁক গিলে প্রশ্ন লুকোই,
আমাদের শুনে যাওয়া কাজ।


আমাদের এঁদো গলি পাড়া,
কখ্খনো রৌদ্র ঢোকে না।
অনুদানে নতজানু হই,
স্বাধীনতা তিন রঙে চেনা।


তিনি চান লুণ্ঠিত শির,
দ্রোহে তাঁর ঘোর বিবমিষা।
যে কলম রৌদ্র চেনালো,
সে আগুনও হারিয়েছে দিশা।


তবুও কখনও একা রাতে,
আয়নায় আজও তাকে খুঁজি।
জেগে থাকা পিপাসা সে আলোর,
আমাদের এটুকুই পুঁজি।
          (২১/০৮/২০২২)