বুদ্ধিমানেরা হাওয়ার সঙ্গে থাকে,
তীক্ষ্ম নজর মেপে চলে গতিবিধি।
কে জানে কখন হাওয়া বদলায় দিক,
ঠিকানা বদল সেই মতো যথারীতি।


হাওয়া বদল তো স্বাস্থ্যের প্রয়োজনে,
পাল তুলে নেয় যে যার নিজের মতো।
ঠিক কায়দায় ফায়দার ঘাটে জোটে,
বিবেকে পোষে না সত্তা বেচার ক্ষত।


বোকারাই শুধু সামলায় ভাঙা নাও,
শিকড়ের টানে আগলায় ভিটে মাটি।
মতাদর্শের ভুত যে আমারও ঘাড়ে,
সূর্যোদয়ের দাবিতে তাই তো হাঁটি।
                    (২০/০৩/২০২১)