ইতস্তত বিক্ষিপ্ত শব্দগুচ্ছ কিছু
অবিরত পিছু ধাওয়া করে।
হাওয়ার ডানায় ভর দিয়ে
ছড়িয়ে পড়ে অন্তঃপুরময়,
ইতস্তত আনাচেকানাচে।
এরপর যা হয়, -
দক্ষ জহুরির মতো
আতস কাচের নিচে
বাছাই করা শব্দগুচ্ছ যতো
সাজিয়ে নিয়ে যাচাই করি,-
ঠিকঠাক প্রস্ফুটিত হলো কি না
কাঙ্খিত আবেগকুসুম।
তারপর জরায়ুস্থ ঘুম থেকে
জেগে ওঠা বাঙ্ময় তাপ
জন্ম নেয় ডায়েরির পাতায় পাতায়।
এইবারে দেখো,-
পাঁজর ঘেরা অন্তঃপুরে
লুকিয়ে রাখা আগুনের ফুল
কেমন ফুটেছে এই কবির খাতায়।
                   (২০/১০/২০২০)