কেমন হতো হঠাৎ যদি
হারিয়ে যেতাম,
ভোঁকাট্টা ঘুড়ির মতো।
বন্ধ দুয়ার দরাজ খুলে
সটান পা বাড়িয়ে দিতাম
নিরুদ্দেশে, ঠুনকো যতো
মান অভিমান, মিথ্যে মায়া,
সব পিছুটান পেছনে ফেলে।
কেমন হতো হঠাৎ যদি
চেনা পাড়া, চেনা বাড়ি,
যতো চেনা গণ্ডি গুলো,
বিস্মরণের খামে ভরে
উড়িয়ে দিতাম।
কিম্বা যদি হঠাৎ করে
চেনা সুর, চেনা মুখ,
চেনা চেনা সুখ ও দুখ,
চেনা যতো গল্পকথার
নটে গাছটি মুড়িয়ে দিতাম।
ফুরিয়ে যেতো নিত্যদিনের
মিথ্যে নাটক। মিথ্যে যতো
কান্না হাসি, মেকি উৎসব
সাঙ্গ হতো। কেমন হতো
হঠাৎ যদি দমবন্ধ
বৃত্তটাকে ছাড়িয়ে যেতাম।


কেমন হতো সত্যি যদি
নিরুদ্দেশেই হারিয়ে যেতাম।
            (২২/১১/২০২০)