দিনান্তে ঠিক সূর্য ডোবার আগে,
আকাশ থেকে সবটুকু রঙ নিলে।
দূরে কোথাও থমকে ছিল হাওয়া,
গাঙের ধারে একলা তুমি ছিলে।


দমকা হাওয়ার খবর তুমি জানো,
থমকে ছিল তখন খানিক দূরে।
শঙ্খ চিলের ডানায় রঙের ঝিলিক
তোমার চোখে পড়ন্ত রোদ্দুরে।


চোখের থেকে ঠিকরে পড়া আলোয়
মণিকোঠায় জমছে সেসব দামি।
উড়ছে হাওয়ায় মায়াবী সেই আঁচল,
দমকা হাওয়ার মাখছিলে পাগলামি।


মুচকি হাসির প্রচ্ছন্ন প্রশ্রয়ে
আলতো করে গাল ছুঁয়ে যায় হাওয়া।
বাঁকিয়ে গ্রীবা তেরছা চাউনিতে,
অলীক মায়ায় অনেক কিছু পাওয়া।


সেসব মায়া কুড়িয়ে নেওয়া চোখে
স্বপ্ন তখন ভাসছিল রোদ্দুরে।
একলা পিঠে ছড়িয়ে খোলা চুল,
দমকা হাওয়া থমকে খানিক দূরে।
                 (১৫/০৯/২০২১)