সিঁদুরে মেঘ দেখে ভয়ে তো,
কাঁপে বুক ঘরপোড়া গরুরই।
দিনকাল সুবিধের নয় তাই,
নাড়া বেঁধে থাকা খুব জরুরী।


তর্কটা নাড়া বাঁধা নিয়ে নয়,
আদতেই ঝুঁকে থাকা ঝোঁক তো।
ঠিকঠাক চেনাটাই ঝক্কির,
খুঁটিটা তো হওয়া চাই পোক্ত।


যুৎসই খুঁটি যদি পেয়েছো,
বেঁচে গেলে তুমি এই যাত্রায়।
নাড়া যারা বাঁধে মতাদর্শে,
ঘোর-টোর কেটে গেলে কাতরায়।


এর ওপর যদি দুই চোখেরই
ঘুচে যায় পর্দার লেশটাও।
হাতে ধরে মুণ্ডু তো কাটবেই,
চেটেপুটে বেচে খাবে দেশটাও।


এযাবৎ পড়ে অতি কষ্টে,
যারা শুধু ভাবছো কি বলবে।
গুণীজন নিজগুণে ক্ষমা দ্যান,
পাগলামি কবিতায় চলবে।
          (১৪/১২/২০২১)