বৃষ্টিগুলো নুপুর হয়ে পড়ছিল তাই,
বৃষ্টিভেজা উঠোন জুড়ে তুমি আছো,
এমনি এক ভাবনা এসে তাড়া দিতেই -
গিয়ে দেখি কোথায় তুমি, কোত্থাও নেই।


জ্যোৎস্নাগুলো টুপুস টুপুস ঝরছিল ঐ
চাঁদ থেকে। তাই জ্যোৎস্নাভেজা ছাদেই আছো,
এমনি এক ভাবনা এসে তাড়া দিতেই -
গিয়ে দেখি নেই তো তুমি, কোত্থাও নেই ।


বৃষ্টিভেজা উঠোন কিম্বা জ্যোৎস্না ছাদে -
আছো তুমি বললো যারা, কেউ বোঝে নি।
কোথায় তুমি লুকিয়ে থেকে হাসছো এখন,
দেখছো কেমন জব্দ এখন একলা আমি।


মানছি ভীষণ জব্দ এখন এই আমি টা,
হঠাৎ করে একলা হয়ে এই অবেলায়।
খাঁ খাঁ উঠোন, শূন্য ছাদে বোকার মতো
একলা ভীষণ। কোনোখানেই নাই তুমি নাই।
                           (২৮/১০/২০২০)