আজ শিশুকন্যা দিবস ২০২২
    -------------
বললে ওরা, মরেও না ছাই,
মরুক মরুক মরুক।
মন বললে, চক্ষু খুলুক,
বই এনে দাও, পড়ুক।


বললে ওরা, মুখে নুড়ো
দিক না জ্বেলে, পুড়ুক।
মন বললে, কখখনো না,
মেলুক ডানা, উড়ুক।


উড়তে উড়তে উড়তে উড়তে,
সূর্য ছুঁয়ে ফিরুক।
আদ্যিকালের রদ্দি যতো
আঁধারগুলো ছিঁড়ুক।


বললে ওরা, বাড় ভালো নয়,
দিক না ছেঁটে, ছাঁটুক।
মন বললে, ভয় পেও না,
পাঁক যে ঘাঁটে ঘাঁটুক।


বললে ওরা, পিপীলিকার
পাখ গজালেই মরে।
মন বললে, পিদিম জ্বালুক
আঁধার কাটুক ঘরের।


ঘুচুক বাধা, মুছুক আঁধার,
বলছে যে যা বলুক।
মেয়ের চোখে হাজার তারা
সূর্য হয়ে জ্বলুক।


বইয়ের আলোয় প্রদীপ জ্বালো
বদ্ধ মনের কালোয়।
হাসুক মেয়ে, ভাসুক মেয়ে
লক্ষ চাঁদের আলোয়।
          (১১/১০/২০২২)