(৩)
কথায় কথাই বাড়ে, পাকা কথা কেঁচিয়ে।
মিঠে রসে ভেজা কথা রাংতায় পেঁচিয়ে,
তুলে দিয়ে দেখো পাতে।
ফল পাবে হাতে হাতে।
মিঠে বোলো মৃদু বোলো, নয় কটু, চেঁচিয়ে।


                    (৪)
অহো, কি উদ্ভাবনী মগজের মালিশে!
কাশফুলে খাসা লেপ, লেগে যায় বালিশে।
থালা যদি কচুরিপানায়,
সাফ যতো ডোবা খানা,
মিছে মুখ হাঁড়িপানা, লেখো যা তা নালিশে।
                             (২৪/১০/২০২২)