পরাণসাথী, রাগ কোরো না, আছি।
এ তল্লাটে স্রেফ আনাড়ি,
তাতেই খানিক বাড়াবাড়ি
হয়তো। কিন্তু জেনো, তোমার রৌদ্র ছুঁয়েই বাঁচি।


কন্যে, আমায় একটুও চিনলে না!
তোমার জন্য দিল্ দিওয়ানা,
দাম রেখেছি দুয়েক দানা
মুক্তো হাসির। কি কঞ্জুসি, তবুও কিনলে না।


প্রণয়িনী, তোমায় কিন্তু চিনি।
আমার পাড়ায় নিত্য আসো,
আপনমনে লুকিয়ে হাসো।
জানি তো এই চণ্ডীদাসের তুমিই রজকিনী।


প্রিয়ে, আসি আসল কথায় তবে।
বাসি মদের ঢেকুর শুঁকে,
বন্দুকে তাক আমার বুকে,
ট্রিগার টানো। দিব্যি মানো, সব ছেড়েছি কবেই।


সাথী, তুমি সাতজনমের সই।
সাতখানা পাক অগ্নিতে ঘি,
অন্য কোনও চক্করে কি
উল্টোপাকের গল্প লিখি? তেমন মানুষ নই।


সখী, এবার আমার কথাও ভাবো।
ইস্টিশনের সিগন্যালে লাল,
আউটারে মন আটকে বেহাল।
সবজে আলো এবার জ্বালো, নয়তো মরেই যাবো।
                                     (২৪/০২/২০২২)