জিহ্বায় যেন নারদ নারদ,
চক্ষু জানায় এসো।
মনের ডানায় রোদের ঝিলিক,
বলছে ভালোবেসো।


গলছে বরফ সে উত্তাপে,
পরশ মাখা ওমে।
তেহাই তখন ফিরছে সমে,
পুড়ছে চাদর ভ্রমের।


উড়ছে ভ্রমর পলাশ বনে,
পাপড়ি মেলে ধরো।
চোখের ঝিলে কাঁপছে ছায়া,
ওষ্ঠ থরো থরো।
          (০৯/০২/২০২২)