বিমর্ষতার অভিকর্ষের
চক্করে আর পড়ছি না,
মন খারাপের মেঘকে নিয়ে
কাব্যি আর করছি না।
অনেক হলো 'বেণীমাধব
সেলাই দিদির' কাব্য,
এখন থেকে রাজকন্যের
কল্পকথাই ভাববো।
রাজকন্যের মন কে পেলো
কেই বা আর জানবে,
হাসিমুখে লিখবো যা সব
সত্যি বলেই মানবে।
স্বপ্ন ভাঙার কষ্ট গুলো
না হয় তুলে রাখছি,
ডানাগুলোয় তাপ্পি মেরে
ওড়ার ছবিই আঁকছি।
ভাঙা ডানায় ভর দিয়ে আর
কতটাই বা উড়বে,
বাস্তবতার তীব্র দাহে
হয়তো কোথাও পুড়বে।
চাঁদের থেকে জ্যোৎস্না নিয়ে
কান্না গুলো ঢাকবো,
এখন থেকে লিখবো না আর
'চুপকথাদের' কাব্য।
     (১৮/০১/২০২১)