ওখানে দিও না হাত,
ওইখানে মেঘেদের বাস।
বর্ণহীন, আলোকহীন,
নেই প্রিয় ফুলেল সুবাস।


মধ্যযামে বৃষ্টি হয়,
জলময় স্মৃতির সরণি।
রাতজাগা শব্দেরা কথা বলে,
সেই সব হয়তো পড়ো নি।


ওখানে ছুঁয়ো না যেন,
ওইখানে ভুলে থাকা ভুল।
রাঙাধুলো ধুসরিত বুনো ঘাস,
আর কিছু স্বপ্নিল ফুল,
ইঁট চাপা। আর কিছু
অভিমান, আহত আবেগ।


ওখানে দিও না হাত,
ওইখানে জমে শুধু মেঘ।
        (৩০/]০৫/২০২২)