অভিমান মানেই তো
মেঘ হওয়া প্রেম।
মেঘের আঁধার চিরে
ছুটে যায় ট্রেন।


দূরগামী ট্রেন জানে
শিকড়ের টানে,
স্মৃতিরা মোচড় দেয়
ঠিক কোনখানে।


ছেঁড়া মন স্মৃতি হওয়া
সময়েই থেমে।
ক্যামেরা উল্টো ঘোরে
জানালার ফ্রেমে।


পিছু ডাকে ভেজা মন,
মেঘ ছোঁয়া মুখ।
হঠাৎ কুড়িয়ে পাওয়া
মূহুর্তের সুখ।


পিছু ডাকে চেনা পাড়া,
চেনা পথ ঘাট।
ফেরার আর্জি মাখা
চেনা চৌকাঠ।


চেনা ছোঁয়া মেঘ হওয়া
চেনা অভিমানে,
উজানের ট্রেনে খোঁজে
জীবনের মানে।
(১৪/০৬/২০২১)