যদি দুঃখ বোঝো, জানলা খুলে দিও,
খোলা হাওয়া নিয়ে এসো সোনা রঙ রোদ।


আনন্দ বোঝো যদি নদী এঁকে নিও,
যাবতীয় কালি ধুয়ে বয়ে যাক স্রোত।


কান্না চিনেছো যদি, সব কালো মেঘ
করে নিও দুধ সাদা, আকাশটা নীল।


হাসি ছুঁতে এঁকে নিও কাশ বনে ঢেউ,
ডানায় ঝিলিক রাঙা কিছু গাঙচিল।


ঘৃণার প্রদাহে রেখো ক্ষমার প্রলেপ,
দহনের ক্ষতদাহে দিও ধারাপাত।


যদি বোঝো ভালোবাসা, মোছো কাঁটাতার,
একবার ছুঁয়ে দেখো, বাড়িয়েছি হাত।
                        (২৭/০৯/২০২২)