প্রাসঙ্গিক
              (১)
          অমৃত বচন
            ------
হাততালি দেয় পেটোয়ারা,
পাবলিকে খুব খাচ্ছে,-
এমন ভেবেই যে যা খুশি
ভাষায় বলে যাচ্ছে।
কুকথ্যের বন্যা এখন
নিত্য ভাষণ মঞ্চে।
নেতার চেয়েও চ্যালাই দড়,
বাঁশের চেয়ে কঞ্চে।
'দু অক্ষর', 'চার অক্ষর'
ডজনে গড়পড়তায়,
রোজ শিখছি, দায়িত্বটা
এঁদের পরেই বর্তায়।
খল না নায়ক সন্দেহটা
তীব্র, ভীষণ ধন্দে।
দেশোদ্ধারের মহান ব্রত
নাকি এঁদের স্কন্ধেই ।
জেনে রেখো তোমার বুলি
জনতা ঠিক শিখবেই।
'চার অক্ষর' শব্দমালায়
তোমার ইতি লিখবেই।
       (২৫/০২/২০২১)


(পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের প্রাক্কালে কার্যকলাপ প্রসঙ্গে)