রাবণ দহন উৎসবে যান তিনি,
নারী হরণ কলেও কাঠি নাড়েন।
কুম্ভমেলায় বস্ত্র দানে আছেন,
যাজ্ঞসেনীর বস্ত্রেও টান মারেন।


এখান ওখান সবখানেতেই আছেন,
ফায়দা নাফা সময় সুযোগ দেখে।
রঙ রূপ ভোল পাল্টে নিতে জানেন
জল ও বায়ুর গতিকে চোখ রেখে।


ন্যায় অন্যায় সীমা যেথায় বিলীন,
সেথায় তেনার দিব্যি অধিষ্ঠান।
শাস্ত্রমতে তিনিই তো রাজনীতি,
যখন যেমন রাবণ কিম্বা রাম।
              (১৮/০১/২০২১)