নেহাত খেলো এলোমেলো লোক ভেবো না,
রীতিমত রাখছি খবর কবর খুঁড়ে।
যাদের সাথে নিত্যদিনের রোদ পোয়ানো,
খেলছে কোথায় গভীর জলে কোন পুকুরে।


নিত্য যারা ছুঁড়তো শ্লোগান বুক চোয়ানো,
বয়সকালে রাত্রি মোছার আবেগ গুঁতোয়।
হাওয়ার টানে বদল সেসব সফরনামায়,
দেশোদ্ধারের সংজ্ঞা বদল নানান ছুতোয়।


রঙের সাথে রঙ মিলান্তি ঢাকছে জামা,
দেখছি বেবাক হাল হকিকত রাখছি টুকে।
কিসের আড়ে কে যে কোথায় সলতে পাকায়,
ধম্মো ঠাকুর তুলছে বেড়া কাদের বুকে।


ফাঁসছে যারা ভ্যাবলা চোখে শুন্যে তাকায়,
হাসছে কারা আড়াল থেকে, রাখছে নজর।
পুড়ছে যতো জুড়ছে ততো, ছাই ভেবো না,
জমছে বারুদ ফুঁসছে আগুন ঢাকছে পাঁজর।
                            (২১/০৯/২০২২)