বাইরে এখন ইলেকট্রিকের তারে
লটকে আছে একাদশীর চাঁদ।
ঘরে এখন একলা যুবক জাগে,
নিঃশব্দে পদ্মা ভাঙে বাঁধ।


সংগোপনে, খুবই সংগোপনে
মধ্যরাতে প্লাবন আসে গাঙে।
নিত্য দিনের মিথ্যে মুখোশ ছেড়ে
একলা যখন, নিঃসঙ্গ বুক ভাঙে।
                 (২৪/১০/২০২০)