কুসুম কুসুম শেষ বিকেলের আলোয়
প্রথম দেখি, শাল পিয়ালের দেশে
থাকতো যে জন। প্রায় তিরিশের কোঠায়
তখন আমি, আটকে সে জন বিশে।


তখন সেটা কদম ফোটার মাস,
তিড়িং বিড়িং গঙ্গা ফড়িং মন।
রামধনুটার সবটুকু নির্যাস
নিলাম আমি, আর নিল সেই জন।


এরপর সেই পৌষের ঠিক আগে,
সিঁদুরে রঙ প্রজাপতির ডানায়।
হিমেল হাওয়ায় মধুবন্তী রাগে
সুর ছড়িয়ে ফাগুন আনে সানাই।


সেই বসন্ত থাকুক বারো মাস,
স্বপ্ন পাখি ক্যানভাসে রঙ ভরুক।
এই কবিতা শাল পিয়ালের নামে,
আর কেউ তা পড়ুক বা নাই পড়ুক।
                 (১১/১২/২০২০)


( ১১ই ডিসেম্বর বিবাহ বার্ষিকী উপলক্ষে লেখা)