এই যে আকাশ নীলিমায় নীল
                     দিগন্ত ঢাকা কাশে।
এই যে ভাসে তুলো তুলো মেঘ
                     পাল তোলা উচ্ছ্বাসে।


এই যে সবুজ ঘাসে ফোঁটা ফোঁটা
                     স্পর্শ হিমেল হাওয়ার।
কিশোরীর পায়ে নুপুর ছন্দ
                      খুশির খবর পাওয়ার।


এই যে ধুয়েছে না পাওয়ার দুখ
                       সুখের শারদ স্নান।
বধুটির চোখে খুশির ঝিলিক
                       মুছে দিল অভিমান।


এসব তো শুধু কেবলমাত্র
                       একটি খবর পেয়ে।
আসছো যে তুমি, আসছো আবার
                       বাংলা মায়ের মেয়ে।
                          (১৪/১০/২০২০)