চুপিসাড়ে শব্দ কিছু
পিছু ধাওয়া করে।
হাওয়ায় পাতি না কান, - ভয়।
ঘুণ ধরে এযাবৎকালের
স্বপ্ন, আশা,-
ভালোবাসার মাটির ভিতরে।
টান পড়ে শিকড়ে শিকড়ে।


চুপিসাড়ে শব্দ কিছু
পিছু পিছু এসে,
কানের ভিতরে নীল
বিষ ঢেলে যায়, -
" পাক খায় শকুন চিল
মাথার উপরে।
এ ভাগাড় দেশ নয়,
আয় খুঁজি হাঁটি। "


ঝুরঝুর আলগা হয় মাটি,
কান পেতে নিজেকে চেনার
গান শুনি যতো।
টান পড়ে শিকড়ে শিকড়ে।
কি করে ভুলের এতো
স্বপ্ন ছিঁড়ে ফেলি!
কষ্ট ভীষণ হে শিকড় ছেঁড়ার।
তবু চোখ খুলি যেই,
স্পষ্ট হয় দেয়াল লিখন।