কবির কলম সব ঠিকঠাক লেখে নাকি,
যে সব ব্যথায় কুঁকড়ে কেঁদেছে কখনো কেউ?
যা কিছুই ঘটে সব ছবি ঠিক আঁকে নাকি,
আঁকে কি নদীর গোপন গর্ভে লুকোনো ঢেউ?


পুবের আকাশে সূর্য যখন জাগছিল,
ফুটবে ভেবেও কুঁড়িটি তখনো ফোটে নি তো।
মন সব ছবি ঠিকঠাক তুলে রাখছিল,
ক্যানভাসে সেই ছবি ঠিক ফুটে ওঠে নি তো।


কিম্বা যখন প্রখর তাপের দ্বিপ্রহর,
তীব্র দহন জ্বালায় জ্বলছে দিগ্বিদিক।
পুড়ছে জীবন, শরীর ও মন, ভীষণ জ্বর।
সেই সে যাতনা কোনো রচনায় ফুটবে ঠিক?


তখন সূর্য দিগন্তে ওই ডুবছিল,
আকাশ গোপনে নদীকে মাখালো অস্তরাগ।
সে মিলনসুখে নদীও তো উন্মুখ ছিল,
কোনো কবিতায় ফোটানো যায় কি সেই সোহাগ?


এতো যে আবেগ হর্ষ বিষাদ রাগ বিরাগ,
এতো রঙ রূপ ছড়িয়ে ছিটিয়ে সবখানে।
পাঁজরে লুকোনো যতো যন্ত্রণা দহন দাগ,
সব কি বেঁধেছো কাব্যে ছবিতে সুর তানে?
                         (০২/০২/২০২১)