রক্তিম যতো জমা মেঘ দেখে পশ্চিমে,
বুঝে গেছে দিন এসে গেছে বুঝি অন্তিমের।


যুদ্ধের খেলা তাই, আর কোনো অস্ত্র নেই।
রাজা জেনে গেছে পরণে তেনার বস্ত্র নেই।


এই বেলা জোট বাঁধে যদি রাত বঞ্চনার,
জনতার চেয়ে বিচারের বড় মঞ্চ নাই।
                       (০৯/০৪/২০২২)