যেদিন তুমি আসবে,
সেদিন কি বার থাকবে?
শনি, রবি, না সোম?
মঙ্গল,বুধ, নাকি বৃহস্পতি?
অথবা শুক্রে আসবে?
তোমার ইচ্ছে যা!
আমার  তাতে আপত্তি নেই।
যেদিন তুমি আসবে,
সেদিন ছুটি থাকবে?
সরকারী ছুটি?
নাকি গ্রীষ্মকালীন অবকাশ?
শীতের বন্ধে আসবে?
নাকি অসুস্থতার বালাই দিয়ে
গছিয়ে নেয়া ছুটির দিনে?
তোমার ইচ্ছে যা!
আমার  তাতে আপত্তি নেই।
যেদিন তুমি আসবে,
সেদিন কি কাঠ ফাটা রোদ থাকবে?
মেঘলা দিনে আসলেও হবে,
বৃষ্টিতে ভেজা যাবে।
শীতের কুয়াশা ঢাকা  ভোরে আসতে চাও?
নাকি বসন্তের বিকেলে আসবে,
ধুলোয় মুখ ঢেকে?
তোমার ইচ্ছে যা!
আমার তাতে আপত্তি নেই।
তুমি যেদিন আসবে,
সেদিন কি হরতাল থাকবে?
শ্রমিক আন্দোলন?  
বাস মালিকদের ধর্মঘট?
নাকি আমার মত প্রেমিকদের
মিছিল নামবে শহরে?  
শহর জুড়ে শ্লোগান হবে
"ভালোবাসা চাই, ভালোবাসা চাই  "
তুমি সে শ্লোগান এ ভয় পাবে?
নাকি মিছিলের সামনে ব্যারিকেড  দিয়ে
বলবে " আমিও ভালোবাসি"
তোমার যা ইচ্ছে!
আমার তাতে আপত্তি নেই!