আমি সাধারনের প্রেমে পড়ি,
খুব সাধারন, খুব সাধারনের।
দশ জনের ভিড়ে যাকে হয়ত সব সময়
আলাদা করে চোখে পড়ে না।
তবুও আমি প্রেমে পড়ি
কারণ  জানিনা, সত্যিই জানিনা।
শুধু এতটুকু জানি সে সাধারন।
আমার অসাধারন জিনিসে ভয় হয়,
আমি সাধারন জিনিসকে ভালোবেসে,
আসাধারন করি।
আমি সাধারনের প্রেমে পড়ি,
সাধারন  কাজলে গল্প খুজি,
সাধারন  চুলে আসাধারন গন্ধ পাই।
দামী প্রসাধনী  কিংবা অতি দামী শাড়ির ভিড়ে,
অতি সাধারন নীল শাড়ি
আমার মনে দাগ কাটে,
কপালের ছোট্ট একটা টিপ ,
আকাশের তারার মত মনে হয়।
শখ করে নতুন টাকা জমাবে,
নতুন বই এর গন্ধে পাগল হবে এমন,
সাধারনের প্রেমে আমি পড়ি।
চকলেট কসমস কিংবা
নাইট কুইন এর গন্ধে প্রেমে পড়ি না,
আমি শিউলি র গন্ধে হারাই
যেটা দোকানে বিক্রি হয় না।
যে গল্প লিখে না, কিন্তু রোজ গল্প পড়ে,
এমন সাধারনের আমি প্রেমে পড়ি।
কারণ আমি অতি  সাধারন নিজেই।