সমস্তটুকু রঙ ঢেলে দিয়ে,
একটা ছবি আঁকবো।
রঙে কোন কার্পণ্য করব না।  
লাল রঙ টা বেশী দিব পরিমানে,
রক্তের লাল, সূর্যের লাল,
ঠোঁটের লাল,
সব লাল থাকবে ওতে।
হালকা শাদা মিশিয়ে গোলাপি বানাবো।
কালো মিশলে বাদামী হবে,
ওটা বেশী রাখব না।
কালো রঙ বেশী হলে,
চাঁদ রঙা সাদা মিশিয়ে,
ধূসর করে দেব।
নীল রঙ থাকবে, তবে খুবই অল্প।
বেশী নীল চলে আসলে,  
নীলের সাথে হলুদের ছোঁয়ায়,
সবুজ বানিয়ে দেব।
দক্ষ আঁকিয়ের মত,
আলাদা আলাদা তুলির ছোঁয়ায়,
সযত্নে, খুব সযত্নে ক্যানভাসে আঁচড় দেব।
সমস্তটুকু রঙ ঢেলে দিয়ে,
একটা ছবি আঁকবো।
রঙে কোন কার্পণ্য করব না।