বুকের বা পাশে একখণ্ড জমি,
তোমার নামে লিখে দিয়েছিলাম!  
কতগুলো বর্ষা জমিটা অনুর্বর ছিল!  
তুমি  নতুন করে যৌবন ফলালে।
সেই একখণ্ড জমি থেকে,
আমার পুরোটা জুড়ে,
কিভাবে দখলদারিত্ব খাটালে?
নিষ্ঠুর!জবাব দাও!
এখন তোমার একটু অনাগ্রহ, এতটুকু অনুপস্থিতি,
তোমাকে দেখতে না পারার যন্ত্রনা,
তোমাকে ছুঁতে  না পারার কষ্ট!
আমার বুকের ভেতর সাইক্লোন তুলে,
যেন কাচের টুকরো এসে বিঁধছে এমন হয়!
তুমি বুঝতে পার বলতো?
জলোচ্ছ্বাস টের পাও?
ভূমিকম্পের আভাস পাও?
টের পাও বা না পাও,
তুমি পাপী!  নিষ্ঠুর তুমি!তুমি  অত্যাচারী!  
আমি তোমার বিচার চাই!  
এই নিষ্ঠুরতম অত্যাচারের সাজা চাই!  
শাস্তি চাই! শাস্তি চাই!  
বিধাতা তোমাকে শাস্তি দিক!  
কঠিনতম শাস্তি!  নিষ্ঠুর তম শাস্তি!
আমি আবেদন করেছি,
তোমার শাস্তিটা যেন হই আমি।
পুরোটা জীবন ধরে আমাকে নিজের করে পাবে,
প্রতিটা প্রয়োজনে, অপ্রয়োজনে, মন খারাপে,
প্রতিটি গল্পে শুধু আমি থাকব,
এই শাস্তি যেন  বিধাতা তোমাকে দেন।