গাছে বসন্তের প্রথম যে ফুল ফুটবে,
সেই ফুল হাতে আমি নিষ্পলক দাঁড়িয়ে থাকব,
শীত শেষে সূর্য তখন বসন্ত রশ্মি ছড়াবে,
আমি অপেক্ষায় থাকব!
তুমি আসবে বলে,
অপেক্ষায় থাকব প্রথম বার তোমার স্পর্শের।
প্রেমময় স্পর্শে আমার রুক্ষতাকে সিক্ত করবে তুমি।
বসন্তকে আটকে রাখব বোতল বন্ধী করে।
জীবনে একটাই ঋতু থাকবে সে বসন্ত,
বসন্ত বসন্ত শুধুই বসন্ত।


~১৫ ফাল্গুন ১৪২৬