রং হীন জীবন!
কোথা থেকে তুমি এসে,
কি এক তীব্র সুবাসে মুখরিত করলে চারপাশ।
আমার অমাবস্যা ভুবনে,
কোথা থেকে তুমি এলে এক ফালি চাঁদ হয়ে ,
চাঁদোয়া বিছানায় জোছনার আলোয় আকাশ চেনালে,
কত সুখ স্মৃতির কারিগর হলে,
কত স্বপ্নের বাজারি সাজলে,
কত বসন্তের রঙ মাখলে,
তারপর,
সেই তুমিই বর্ষা হয়ে সব ধুয়ে দিলে।
আকাশ চিনিয়ে হয়ে গেলে নীল আকাশ,
তুবুও তোমার জন্য একটা শব্দই তোলা থাক!
তোমাকে 'ধন্যবাদ' প্রিয়,
তোমাকে 'ধন্যবাদ'।