আমায় দেবে তোমার  অমন একটা হাসি?  
যে হাসিতে উচ্ছ্বাস আছে,
যে হাসিতে দুঃখ কাটে,
যে হাসিতে মন হবে ভালো,
যে হাসিতে আধারেও হঠাৎ খুঁজে পাব আলো।


আমায় দেবে তোমার অমন একটা হাসি?  


যে হাসিতে টোল পড়বে ,
যে হাসিতে ঘুম কাটবে,
যে হাসিতে প্রেমে পড়ব,
যে হাসিতে ভ্রমে থাকব।


আমায় দেবে তোমার অমন একটা হাসি?


যে হাসিতে মরা গাছে ফুল ফুটবে,
যে হাসিতে অভুক্তের ক্ষুধা মিটবে,
যে হাসিতে কাটবে প্রচণ্ড বিরক্তি,
যে হাসিতে  থামবে সমাপ্তি।


আমায় দেবে তোমার অমন একটা হাসি?


যে হাসিতে ট্রেন থামবে,
যে হাসিতে জ্যাম ছাড়বে,
যে হাসিতে নীল হবে লাল
যে হাসিতে তুমিও বেসামাল।


আমায় দেবে তোমার অমন একটা হাসি?  


যে হাসি ভীষণ দামী,
যে হাসিতে হঠাৎ হাসব আমি ,
যে হাসি শুধুই আমার,
যে হাসি আমার একার।


আমায় দেবে বল?
অমন একটা হাসি?
একদম অমন ই।