নাফ নদী আর বঙ্গোপসাগর  এর মোহনায়,
আমার ওই গাঙচিল টার সাথে দেখা!  
ওকে বললাম আমার একটা খবর পৌছে দেবে?
হ্যা সূচক ভঙ্গিমায় ও ঝাপটালো ওর ডানা।  
আমি বললাম বেশ ত,
তাহলে ওকে বলে এসো আমি আছি,
আমি আছি সাগরের মোহনায়,
হয়ে এক ছদ্মবেশী।
সরু মুখ বাঁকা করে,
জিজ্ঞেস করল, ছদ্মবেশ কেন?
আমি মুচকি হাসি দিয়ে ওকে বললাম
এর উত্তর ত তুমি ভালো জানো!
গাঙচিল একটু রাগ করেই বলল,
তুমি কেমন মানুষ হে?  
প্রিয়া কে একা ফেলে আবার,
নিজেই ছুটছ  পিছে?
গাঙচিল উড়ে ছুটে গেল,
নিয়ে এক খরব সংকেতের সুরে,
আমাকে অনুভব কর বা না করো,
আজ রাতে তারা গুনব সমুদ্রের তীরে!