হে পথ,
তুমি কি জানো, তোমার উপর আমার অনেক রাগ?  
অনেক আক্ষেপ, অনেক ক্ষোভ, অনেক  অভিমান!  
তুমি তো বরাবর আমার জন্য দীর্ঘ!  
তোমাকে পাড়ি দিতে দিতে  ক্লান্ত হয়েছি কত শতবার!  
গ্রীষ্মের প্রখর রোদে ,  বসন্তের ধূলিতে , কিংবা
বর্ষায়, তোমার  এক এক রূপে আমাকে  কত শতবার করেছ বিরক্ত !
কিন্তু সে জন্য রাগ হত না, অভিমান ও না!  
আমার এখন অভিমান
কেন তুমি দীর্ঘ হও না,  কেন এত জলদি ফুরিয়ে যাও বলে!  
তোমার দীর্ঘ তার  প্রয়োজন বোঝো না বলে!
বুঝতে পার না,
আমার শ্লথ পদক্ষেপ দেখে?
সময়কে  আটকাতে পারি না বলেই এই কাজ!
বুঝতে পার না?আমার ভয় হয় এই তুমি  ফুরিয়ে যাবে বলে!  
তবে কেন ফুরিয়ে যাও এত দ্রুত!  
কেন? কেন? কেন?
আচ্ছা, যাও!  
তোমার উপর অভিমান করব না!  
যদি তোমার বুকে একা হাঁটার সময় ,
তুমি তাকে আমার উপস্থিতি অনুভব করাতে পার!  
রাগ করব না,
যদি আমার পদচিহ্ন গুলো
তাকে মনে করিয়ে দিতে পার!  
ক্ষোভ থাকবে না,
যদি তোমার ধূলিতে
তাকে  আমার গন্ধ দিতে পার!  
ভেঙ্গে দিবে ,আমার এই অভিমান?
কারণ আমি যে অন্য এক অজানা পথের পথিক!