আমি পাখি হব,
একদম কাকের মত,
ঠুকরে ঠুকরে শেষ করে দেব
তোমার অবিশ্বাস যত শত।


আমি পাখি হব,
একদম কাঠঠোকরার মত,
নিজের জায়গা বানিয়েই  নেব,
ইস্পাত কঠিন হও যত।


আমি পাখি হব,
একদম মাছরাঙা র মত,
সূক্ষ দৃষ্টিতে বসে থাকব,
কুড়ে নিতে মুহূর্ত  যত।  


আমি পাখি হব
একদম বাদুড়ের মত,
তোমার ভাঙ্গা হৃদয়ে ঝুলে থাকব,
সরাতে যত তোমার অভিজ্ঞতা আছে তিক্ত।


আমি পাখি হব,
ক্ষিপ্র বাজ পাখির মত,
ভালোবাসা দিয়ে ছিনিয়ে নেব,
না পাওয়া আমার সব মুহুর্ত।


আমি পাখি হব,
একদম শালিকের মত,
একা দেখলেই লোকে বলবে অশুভ,
উদ্ভ্রান্তের মত বলবে এর জোড়াটা কই দেখ ত।