এবারের শীতে রুক্ষতা করছে না স্পর্শ ,
তীব্র ঠাণ্ডায় ধরছে না কাঁপুনি।
দুপুরে হারিয়ে যাচ্ছে না শিশিরগুলো,
এবারের শীতে থোকা থোকা কদমফুল ফুটছে,
চির সজীব পাতাঝড়া গাছগুলো।
এবারের শীতের রোদে প্রচুর তাপ,
পুড়িয়ে ফেলবে সবকিছু,
যেন ফেটে চৌচির হয়ে যাবে চারপাশ!  
এবারের শীতে হেমন্তের গন্ধ,
কাশফুল গুলো এখনো সাদা,
হিমালয়ের বরফ গলছে
মরুভূমি তে ফুল ফুটছে ,
বৃষ্টি হচ্ছে,
ঝড় হচ্ছে,
বন্যায় ডুবে, ভেসে
বারবার বন্ধ হচ্ছে দম!  
এবারের শীত টা অন্যরকম ।
সমুদ্রে প্রচুর ঢেউ,
আকাশে অজানা মেঘ,
এবারের শীত বৈশাখ, চৈত্র,
এবারের শীত শ্রাবণ।
এবারের শীত ফাগুন, ভাদ্র,  
শীত টা এবার অগ্রহায়ণ।