তুমি ছাড়া একটা সকাল,
চিনি ছাড়া চা!
যে  চায়ে রোজ দু চামচ চিনি খায়,
তার কাছে  স্বাদহীন!
শুধুই উপস্থিতি!
তুমি ছাড়া একটা সকাল,
লবন ছাড়া মামলেট,
এক চিমটি হলেই বেশ জমতো!
তুমি ছাড়া একটা সকাল,
নির্মল বাতাস বিহীন!
ভোরের স্নিগ্ধতা ছিন্ন!
পুরো শহর  অচেনা,
আমি দিক ভুলে,
এক ভুল ঠিকানায় হাটছি।
নির্মলতার ছোয়া এতটুকু নেই!
থাকেই বা কিভাবে! যে শহরে তুমি নেই!
অথচ একটু তুমি মিশিয়ে দিলেই,
কি অপূর্ব! কি লজ্জাভরা সুন্দর!
বাতাসে নির্মলতার গান,
পাখির কোলাহল প্রার্থণা!
ঘাসের উপর ছড়ানো শিশির নয়!মুক্তা!
এ শহর চিরচেনা,  আপন!
রাস্তার মোড়ের,
দুধ চিনি ছাড়া চায়ের তীব্র স্বাদ,
একটু খানি তুমি মেশালে!


৩১ ভাদ্র ১৪২৭
স্বপ্নকুঠির,ঢাকা